ফিরছে দুয়ারে সরকার

Spread the love

২০২৫ এর প্রথমেই দুয়ারে সরকার শিবিরের আয়োজন করল রাজ্য সরকার। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আবেদন এই দুয়ারে সরকার শিবিরে জানাতে পারবে জনগণ। এই নিয়ে নবম বার রাজ্যে বিভিন্ন প্রকল্পের জন্য দুয়ারে সরকার শিবিরের আয়োজন করেছে রাজ্য সরকার ।
আগামী ২৪ শে জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারী সরকার শিবির বসবে। যা চলবে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।
রাজ্য সরকারের যাবতীয় বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে এই শিবিরে। কোন পরিবর্তন সংক্রান্ত কিছুর আবেদনও করা যাবে এখানে। নবান্ন জানিয়েছে কোন সরকারি ছুটির দিনে বা রবিবার এই শিবির বন্ধ থাকবে।

খাদ্য সাথী , স্বাস্থ্যসাথী ,তফসিলি জাতি ও উপজাতি শংসাপত্র, মেধাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ,লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি প্রায় সকল প্রকল্পের কথায় উল্লেখ আছে এই তালিকায়। ছাড়াও আধার সংক্রান্ত সমস্যাও এই শিবিরে জানানো যাবে। মনোজ পন্থ আরো জানিয়েছেন , ১লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে যা যা আবেদন জমা পড়বে তা ওই মাসেরই ২৮ তারিখের মধ্যে প্রসেসিং হয়ে যাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *