ফের মালবাহী গাড়ির ওভারলোডের ফলে এয়ার পোর্টের মত গুরুত্ব পূর্ণ রাস্তায় যানজট।প্রশ্ন ট্রাফিকের ভূমিকা নিয়ে।

Spread the love

এখনো ওভারলোড নিয়ে মালবাহী গাড়ির দৌরাত্ম চলছেই।আজ সকালে বারাসাত থেকে কলকাতা গামী পিকআপ ভ্যান দমদম এয়ারপোর্ট ,আড়াই নম্বর গেটে দমদম বিমানবন্দর ঢোকার রাস্তায় ,হাইট বারে ধাক্কা মেরে আটকে যায়। দীর্ঘ চেষ্টা করে গাড়িটিকে অনেকক্ষণ যাবৎ সরানো যায়নি। যারফলে যান বিশাল জটের সৃষ্টি হয়। যশোর রোড ও দমদম বিমানবন্দরে ঢোকার রাস্তায় ।

আজ সকাল সাড়ে আটটা নাগাদ ওই পিকআপ ভ্যানটি ওভার লোড অবস্থায় ছিল ।যার ফলে দমদম বিমানবন্দর হয়ে কলকাতার দিকে ভিআইপি রোডে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

অফিস টাইমে যানজটে আটকে পড়ে প্রচুর গাড়ি। যেখানে হাইট বার দেওয়া ছিল। সেখানে কিভাবে মালবাহী গাড়ি বিমানবন্দর বাইপাসে ঢুকে পড়ে? বিষয়টি নিয়ে রীতিমত কবে পোস্টে থাকে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়ির যাত্রী থেকে আরম্ভ করে সবাই। প্রশ্ন, এয়ারপোর্ট এলাকায় ঢোকার মুখে যে রাস্তাটি রয়েছে। সেখানে প্রচুর ট্রাফিকের কর্তব্যরত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা থাকে। তারা কিভাবে ওটিকে ঢোকার অনুমতি দিল?

খবর পেয়ে ঘটনাস্থলে এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পুলিশ অফিসাররা গিয়ে পৌঁছায় –কেন এত পরিমানে ওভারলোড অবস্থায় ওই পিকআপ ভ্যানটি যাচ্ছিল ? তার জন্য চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যে সেই পিকআপ ভ্যানকে সেখান থেকে সরিয়ে দিয়েছে দমদম এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *