রবীন্দ্রনাথ মন্ডল (কাকদ্বীপ): দেশে ফিরিয়ে আনা হবে বাংলাদেশে আটক থাকা ভারতীয় ৯৫ জন মৎস্যজীবীকে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্যোগ গ্রহন করেছেন। জানা গিয়েছে, গত প্রায় দু’মাস আগে কাকদ্বীপের ৬টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। অভিযোগ, ওই ট্রলার গুলি বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়েছিল। এরপরই ওই ছয়টি ট্রলারের ৯৫ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশের জেলে রাখা হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ভারতীয় মৎস্যজীবীদের পরিবার গুলি অসহায় হয়ে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পরই তাঁদের ভারতে ফিরিয়ে আনার জন্য তৎপর হয়ে ওঠেন। কেন্দ্র সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেন।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে ফোন করা হয়। বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কেমন রয়েছেন, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী খোঁজ খবর নেন।
এ বিষয়ে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, “মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল। অসহায় মৎস্যজীবীর পরিবারের সদস্যরা কেমন রয়েছেন তা জানতে চাওয়া হয়। শীঘ্রই বাংলাদেশ থেকে ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে। অপরদিকে ভারতে আটকে থাকা বাংলাদেশের মৎস্যজীবীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।”
বাংলাদেশ আটকে থাকা এক ভারতীয় মৎস্যজীবীর পরিবারের কর্তা কবে ঘরে ফিরবেন এখন সেই দিকেই তাকিয়ে রয়েছি। আমরা সবাই খুব খুশি। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই।”