বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশকে শাসানির অভিযোগ!

Spread the love

পুলিশ ফাঁড়িতে ঢুকে পুলিশকে শাসানি বিজেপি নেতার । আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির এই ঘটনা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল আসানসোলের রাজনৈতিক মহলে । ছবিতে দেখা যাচ্ছে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য অরিজিৎ রায় , জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ কয়েকজন কর্মকর্তা দুপুরে রূপনারায়নপুর ফাঁড়িতে ঢুকে ক্ষোভে ফেটে পড়েন । তাদের অভিযোগ – ” এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে কয়েকজন তৃণমূল কর্মী মারধর করে । পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ না শুনে তাদেরকে ঘরছাড়া করার হুমকি দেয় । “এই ঘটনার কথা শুনেই অরিজিতরা রূপনারায়নপুর ফাঁড়িতে গিয়ে পুলিশকে শাসানি দেয় । যদিও শাসানির কথা অস্বীকার করে অরিজিত বলেন- পুলিশকে তাদের কর্তব্য পালন মনে করিয়ে দেওয়ার জন্যই এই ব্যাবহার করা হয়েছে ।

অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ওয়েস্ট জাভেদ হোসেন জানান – থানায় ঢুকে যেভাবে তিনি কথা বলেছেন তাতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *