সিনেমা শুধুমাত্র ভারতে কামিয়েছে ১,২০০ কোটি। এদিকে ছবির নির্মাতার বাড়িতেই আয়কর হানা। কর ফাঁকি দেওয়ার অভিযোগে তল্লাশি। ছবির প্রযোজকের বাড়িতে আয়কর হানা। গত মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫-এ সাত সকালে তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এফডিসি) দক্ষিণের বিখ্যাত প্রযোজক এবং চেয়ারম্যান দিল রাজুর বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় আয়কর আধিকারিকরা৷ এছাড়াও ব্লকব্লাস্টার হিট সিনেমা ‘পুষ্পা ২’ ছবির প্রযোজক নবীন ইয়েরনেনির বাড়িতেও একযোগে তল্লাশি অভিযানে আয়কর আধিকারিকরা৷ নবীন ইয়েরনেনি এবং রবি শঙ্কর অর্থাৎ একটি ব্যানারের নামে কাজ করেন তাঁদের অফিস, বাড়িতে তদন্ত চালানো হয়েছে। এই প্রযোজনা সংস্থা পুষ্পা ২ সহ একাধিক বিগ বাজেট ছবিতে বিনিয়োগ করে থাকে।
২১ জানুয়ারি এই তল্লাশি শুরু হয়। প্রায় ৫৫টি টিম মিলে ৮ জায়গায় তল্লাশি চালায় যেখানে গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজুর জুবিলি হিলস, বানজারা হিলসের বাড়ি থেকে অফিস সব আছে। এমনকি তাঁর ভাই শিরীষ এবং মেয়ে হংসিতা রেড্ডি সহ অন্যান্য আত্মীয়র বাড়িতেও হানা দিয়েছে আয়কর বিভাগ। চলছে তল্লাশি
ভারতে আয় ১,২০০ কোটি ছাড়িয়েছে, এদিকে পুষ্পা-২ এর নির্মাতার বাড়িতে আয়কর হানা
