সমবায় ভোটে ফের জয় তৃণমূলের। বিরোধী বিজেপি ও বাম জোট প্রার্থীদের হারিয়ে জয়লাভ করেছে তৃণমূল।
ভগবানপুরের বাজকুল গড়বাড়ী অঞ্চলের বাজকুল কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল।
৪৩ টি আসনের মধ্যে ২২ টি আসনে তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে।
২১ টি আসনে বিরোধী বিজেপি ও বাম জোট প্রার্থীরা জয়লাভ করে। বোর্ড গঠন করে তৃনমূল কংগ্রেস। মোট ভোটার ১০৫৬, ভোট পড়েছে ৯৬০, গননায় দেখা যায় বেশি সংখ্যক আসনে জয়ী তৃণমূল প্রার্থীরা।
জয়ের আনন্দে মাতেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
মেদিনীপুরে তৃণমূলের জয়
