বিহারের জামুইয়ের বাসিন্দা বছর ৪৪ এর মহম্মদ আদিল হুসেন পুলিসের জালে। আবু ধাবি থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দর থেকে ধৃত। আবু ধাবিতে গা ঢাকা দিয়েছে আদিল, জানতে পেরে লুকআউট নোটিস জারি করা হয় আদিলেন নামে। কিন্তু ধৃত তা জানতো না। পুলিস সূত্রে খবর, আদিলের পাসপোর্ট ছিল বিহারের ঠিকানায়। তা রিনিউ না করে ফ্রেস পাসপোর্ট ইস্যু করা হয় কলকাতার তিলজলার ঠিকানায়। ২৫ জানুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে আদিল। পুলিস সূত্রে খবর, আবু ধাবিতে ইলেক্ট্রিকের কাজ করত সে। হামলার পরিকল্পনা করেই ১৬ অক্টোবর গন্তব্যে ছোটে আদিল। পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সক্রিয় সদস্য সে। বিহারের বাসিন্দা, আবু ধাবিতে ডেরা। কাউন্সিলর খুনে বরাত দিয়েছিল কে? সবটাই তদন্তসাপেক্ষ
সুশান্তকাণ্ডে চলছে গ্রেফতারি
