স্বামী খুনে এবার পুলিশের জালে গৃহবধূর প্রেমিক। বীরভূমের নানুর থানার চন্ডীদাসপাড়া থেকে অভিজিৎ বাগদি নামে এক যুবককে গ্রেপ্তার করে পাঁচ দিনের হেফাজতের আবেদন করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করল পুলিশ। কাটোয়া আদালতের বিচারক ধৃত অভিজিৎ বাগদির তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। কাটোয়া থানার আমূল গ্রামের দাসপাড়ার বাসিন্দা মহাদেব দাসকে শ্বাসরোধ করে খুনের দায়ে তার স্ত্রী মিতা দাসকে পুলিশ দুদিন আগে গ্রেপ্তার করেছে।পুলিশি জেরায় মিতা দাস জানিয়েছে স্বামী মহাদেব দাসকে খুনের দিন ঘটনাস্থলে অভিজিৎ হাজির না থাকলেও খুনের ছক কষে দিয়েছিল প্রেমিক অভিজিৎ বাগদি। পুলিশ সূত্রে জানা যায় জেরায় মিতা দাস জানিয়েছে পেশায় দিনমজুর অভিজিৎ বাগদির সঙ্গে তার বছর দেড়েকের সম্পর্ক। ফেসবুকে পরিচয়ের পর কাটোয়ার একটি আবাসিক হোটেলে এসে মিতার সঙ্গে অভিজিৎ দেখা করত। মহাদেব দাসকে খুনের কয়েকদিন আগে অভিজিৎ বাগদি কাটোয়া আবাসিক হোটেলে এসে প্রেমিকা মিতা দাসের সঙ্গে দেখা করেছিল।
স্বামী খুনে গ্রেফতার প্রেমিক!
