নদীয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত লাগোয়া গেদে সম্মিলনী হাই স্কুলে তালা ভেঙে চুরি । বিদ্যালয়ে প্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকদেব বিশ্বাস বলেন আমি যেটা জেনেছি গতকাল রাত্রি বারোটা নাগাদ বিদ্যালয়ের প্রহরি বাবার অসুস্থতার কারণে সে বাড়ি যায়। বাবাকে ওষুধ দেওয়ার পর দু ঘন্টার মধ্যেই আবার প্রহরী বিদ্যালয়ে ফিরে আসে। দু’ঘণ্টা বিদ্যালয়ে প্রহরী না থাকার সুযোগে দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে। একটা মনিটর, মাইকের সাউন্ড সিস্টেম, মাইক্রোফোন, এম্পলিফায়ার, বিদ্যালয়ের ঘন্টা ও সিসিটিভির হার্ডডিক্স সহ বেশ কিছু নগদ টাকা উধাও। ঘটনা খতিয়ে দেখছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
হাইস্কুলের তালা ভেঙে চুরি!
