ফের গোষ্ঠী কোন্দলের অভিযোগ সাগরদীঘিতে। এবার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মারধরের অভিযোগ। অভিযোগ সাগরদীঘি পঞ্চায়েতে সমিতির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবারের এই ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের সাগরদিঘিতে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মানিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিয়ারা বিবি।
সূত্রের খবর তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে ২০২৫-২০২৬ অর্থবর্ষের বাজেট অধিবেশনের মিটিং পাঁচ বার বাতিল হয়ে যায়।সেই অর্থ পাশ করতে উপস্থিত হতে হয় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাস কে।সাংসদ ও বিধায়ক উপস্থিত হওয়ার কারণেই গ্রাম পঞ্চায়েত অফিসে মহিলা প্রধানের সঙ্গে বচসা বাধে
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হবে না?
