অসম থেকে বিহারে পাচারের আগে পুলিশের জালে ৪ জন। উদ্ধার প্রায় ৫ কেজি আফিম। একটি গাড়িতে পাচার হচ্ছিল আফিম।
গোপন সূত্রে খবর পেয়ে হানা এনজেপি থানার পুলিশের। সাদা পোশাকে হানা দেয় পুলিশ। ফুলবাড়ি ব্যারেজের সামনে গাড়ি আটকে তল্লাশি চলে। ওই আফিমের বাজার দর প্রায় কোটি টাকা। ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে শুক্রবার।
ধৃতদের নিজেদের হেপাজতে নিয়ে জেরা করে এই চক্রের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। ধৃতেরা অসমের বাসিন্দা বলে পুলিশ সূত্রে দাবি।