নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল যাত্রীবোঝাই একটি বাস। ঘটনাটি হিঙ্গলগঞ্জের কেতার চক এলাকায়, হাসনাবাদ-লেবুখালী রুটে। প্রত্যক্ষদর্শী ও যাত্রী সূত্রে জানা যায়, এদিন বিকাল নাগাদ লেবুখালীর দিকে যাত্রী নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল বাসটি। অভিযোগ, শুরু থেকেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিল চালক। পথের মধ্যে ভারী বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে বাসটি।
বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী থাকলেও আহত হয়েছেন ১০ জন। স্থানীয় মানুষজন ও অন্যান্য যাত্রীরা দ্রুত তাদের উদ্ধার করে যাত্রীরা অভিযোগ করেন, “প্রথম থেকেই বাসের গতি অত্যধিক ছিল। বারবার বলার পরেও চালক গতি কমাননি। শেষ পর্যন্ত আমাদের প্রাণ হাতে করে বাস থেকে বের হতে হল।” দুর্ঘটনার পরে বাসের সামনের দরজা আটকে গেলে চালকের দরজা দিয়ে বের করে আনা হয় যাত্রীদের।