কালচিনির মেচপাড়া চাবাগানে চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

Spread the love

চা বাগানের থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে। বুধবার বাগানের আট নম্বর সেকশনে শ্রমিকরা কাজ করার সময় চিতাবাঘটির দেহ দেখতে পায়। চিতাবাঘটির শরীরে আঘাতের চিহ্ন এবং তার পেটের দিকের চামড়ার বেশ কিছুটা অংশও ছিড়েও গিয়েছে বলে দাবি স্থানীয়দের। কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে স্নিফার ডগ দিয়েও তল্লাশি চালায় এবং চিতাবাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যায়।যদিও ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারন স্পষ্ট হবে বলে দাবি বনদফতরের।তবে এরূপ ঘটনায় আতংকে শ্রমিকেরা।তাদের দাবি, দীর্ঘদিন ধরেই বাগনে চিতাবাঘের আতঙ্ক রয়েছে।ও অনেকের ওপর হামলার করেছে এই চিতাবাঘ। বাগানে আরও চিতাবাঘ রয়েছে বলেও দাবি তাদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *