এক সপ্তম শ্রেণীর ছাত্রীর বিয়ে রুখলো বেলডাঙা থানার পুলিশ।
মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকার এক সপ্তম শ্রেণীর ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল আজ অর্থাৎ রবিবার দুপুরে। কিন্তু বিয়ের আগে ওই সপ্তম শ্রেণীর ছাত্রী সরাসরি বেলডাঙা থানার আইসি সমিক তালুকদার কে ফোন করে বিষয়টি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বেলডাঙা থানার আইসি সমিত তালুকদার সহ তার টিম ওই নাবালিকার বাড়িতে হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। সঠিক সময়ে পুলিশ না পৌঁছলে চুপিসারে বিয়ে হয়ে যেত ওই নাবালিকার বলে জানা যায়। ওই নাবালিকাকে উদ্ধার করে আজ হোমে পাঠানো হয়। পুলিশের ভূমিকায় খুশি সকলেই