হিন্দু-মুসলিম সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইসলামপুরের মহরম মেলা
উওর দিনাজপুরের ইসলামপুরে হিন্দু-মুসলিম সম্প্রীতির এক মনোজ্ঞ চিত্র ধরা পড়লো মহরম উপলক্ষে আয়োজিত মেলায়। প্রায় ২০০ বছর ধরে ইসলামপুর ব্লকের কালুবস্তি ঈদগা মাঠে মহরমের দিন অনুষ্ঠিত হয়ে আসছে এই ঐতিহাসিক মেলা, যেখানে ধর্মীয় ভেদাভেদ ভুলে একত্রিত হন দুই সম্প্রদায়ের মানুষ।
এই মেলায় হিন্দু-মুসলমান নির্বিশেষে একসাথে দোকান বসান, ব্যবসা করেন এবং উৎসব উপভোগ করেন। মিষ্টির দোকানের সমারোহ, হস্তশিল্প, খেলনা ও খাবারের স্টল মেলাটিকে আরও বর্ণময় করে তোলে। বিকেল হতেই কালিবস্তি ও আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন এই মিলনমেলায়।