রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পকেট ফায়ার অব্যাহত। সপ্তাহ খানেক আগেও রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালিয়েছে বলে দাবি করেছিল ভলোদিমির জেলেনেস্কির দেশ। তারই কি প্রত্যাঘ্যাত? আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেই ভয়াবহ ৯/১১ স্মৃতি যেন ফিরল। সদ্য ভাইরাল একটি ভিডিওয় দাবি করা হচ্ছে, রাশিয়ার কাজানের বহুতলে প্রায় ৮টি ড্রোন সংযোগে হামলা চালিয়েছে কিয়েভ। একাধিক সংবাদমাধ্যমের দাবি, মৃতের সংখ্যা ৫ ছাড়িয়েছে।
এতদিন ইউক্রেনে চালানো হামলার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তুলে শুক্রের রাতেই ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
চলতি সপ্তাহেই মস্কোয় বৈদ্যুতিন স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা প্রধান ইগর কিরিলোভের। মস্কোর দোষারোপের টার্গেটে ছিল কিয়েভ। সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের হামলা। একই কায়দায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালায় আল কায়দা। মৃত্যু হয়েছিল প্রায় ৩ হাজার মানুষের