কলকাতা: কালো কোট, গলায় আইকার্ড। সামনে দাঁড়ালেই আতঙ্ক। এই আতঙ্কের সাক্ষী হল কলকাতা দিয়ে সফর করা বহু যাত্রী। শিয়ালদা ডিভিশন টিকিট চেকিং ড্রাইভ চালালো ভারতীয় রেল। পিসিসিএম ডক্টর উদয় শংকর ঝা- এর নেতৃত্বে চলল কড়া অভিযান। সঙ্গে ছিলেন ডিসিএম শিয়ালদহ শ্রী শশী রঞ্জন কুমার।
প্রায় ৭২৮ জন টিকিটহীন যাত্রীকে পাকড়াও করেন টিসিরা। শুধুমাত্র লাগেজে ১,৯১,৭২০ টাকা আয় করেছে রেল। যাত্রী জরিমানা হিসেবে উপার্জন ২৬,০৬০ টাকা। মোট ৮৭৮টি কেস জমা পড়েছে।
এই অভিযানের মূল লক্ষ্য ছিল যাত্রীদের টিকিট কেটে যাত্রা সম্পর্কে অবগত এবং সচেতন করা। পাশাপাশি UTS, ATVM, QR কোডের মাধ্যমে নির্বিঘ্নে টিকিট টাকার অভ্যেস মানুষের মধ্যে রপ্ত করানো। ডিআরএম শিয়ালদহ শ্রী দীপক নিগম যাত্রীদের উদ্দেশ্যে জানান, “অন্যান্য পরিবহণের তুলনায়, ভারতীয় রেলে টিকিট মূল্য খুবই কম।”পাশাপাশি প্রতিদিনই টিকিট চেকিং অভিযান চলবে বলেও জানান হয়েছে আধিকারিকদের তরফে।