বক্সা টাইগার রিজার্ভে রাতের অন্ধকারে হরিণ মেরে মহাভোজের আয়োজন হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয় নি। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ । রান্না করা হরিণের মাংস সহ বমাল তিন জনকে গ্রেপ্তার করে বন দপ্তর।
বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া রায়ডাক চাবাগানের ৪ নম্বর সেকশন থেকে তাদের বমাল গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া হরিণের মাংসের নমুনা কলকাতার জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে পাঠাচ্ছে বন দপ্তর।
বক্সা টাইগার রিজার্ভের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিষ শর্মা বলেন, “ এই ঘটনায় আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে ১৯৭২ সালের বন আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হরিণের মাংসের নমুনা কলকাতার জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার দপ্তরে পরীক্ষার জন্য পাঠাচ্ছি। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
বন দপ্তর সুত্রে জানা গিয়েছে গ্রেপ্তার তিন জনের নাম কুশল কিশপোত্তা , এট্রেন মিঞ্জ ও অনিল টোপ্পো। ধৃতরা সকলেই রায়ডাক চাবাগানের ৪ নম্বর লাইনের বাসিন্দা।
ধৃতরা কোথা থেকে হরিণের মাংস পেয়েছে তা তদন্ত করে দেখছে বন দপ্তর।