পথেই সব শেষ। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া মৃত কিশোরের পরিবার সহ এলাকা জুড়ে। সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনা দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার বারোডাঙ্গা এলাকায়। ঘটনার পর কিশোরকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
জানা গেছে মৃত কিশোরীর নাম আমির রহমান (১০)। সে চতুর্থ শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে খবর, এদিন টিউশন পড়ে ঠাকুরদার স্কুটিতে চেপে বাড়ি ফিরছিল ওই কিশোর। বাড়ির সামনে স্কুটি থেকে নেমে রাস্তা পারাপার হতে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয় ওই কিশোর। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি কিশোরকে উদ্ধার করে প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতাল ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই কিশোরকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকা জুড়ে। ঘটনার পর পুলিশ মৃত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ দেখছে।
টিউশন থেকে বাড়ি ফেরা হল না!
