কলকাতা: সবাই সব জানে, আবার কেউ কিছুই জানে না। বঙ্গ রাজনীতির বর্তমান প্রেক্ষাপট বড়ই অদ্ভুত। মালদার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে হুমকির অভিযোগ। দাবি করা হয়েছে লক্ষাধিক টাকার। ইংরেজবাজার অর্থাৎ সেই মালদা, যে মালদায় কয়েক মাস আগে খুন হয়েছিলেন কাউন্সিলর তথা দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার। দুলাল সরকার খুনে নাম জড়িয়ে ছিল তৃণমূলের তৎকালীন টাউন সভাপতির। গ্রেফতার করা হয়েছে তাকে। এবার কি তবে টার্গেট কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী?
খুন হওয়া দুলাল সরকার এবং হুমকির মুখে দাঁড়িয়ে থাকা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দুজনেই একদা কংগ্রেসের সঙ্গে ছিলেন। এবার ডি কোম্পানির হুমকি প্রসঙ্গে মুখ খুলেছেন কংগ্রেসের অধীর চৌধুরী। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মুখে বড়মাথার তত্ত্ব। অধীরবাবু মনে করছেন, “ডি কোম্পানির মতো আন্তর্জাতিক মাফিয়ারা কখনও এত বোকা বোকা কাজ করবে বলে মনে হয় না। হতে পারে, স্থানীয় চোরেরা এসব করতে পারে। বাজার গরম করার প্রচেষ্টা মনে হয়। তবে গোটা ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকছে।”
ব্যবসা সংক্রান্ত কারণেই নাকি দুলাল সরকার নিজের দলের নেতার ষড়যন্ত্রে খুন হন। এবার অর্থের সেই দিকটাই তুলে ধরলেন অধীর। তাঁর কথায়, “মালদা, বহরমপুর সহ যেখানে যেখানে চেয়ারম্যান আছে সব টাকার কুমির। গোটা শহরকে লুঠছে এরা। ডি কোম্পানির নামে সাজানো ঘটনা পেশ করে নিরাপত্তা বাড়ানোর প্রচেষ্টা নয় তো?”
সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে মালদার রাজনীতি আবার গরম। যদিও একে মাফিয়ানীতি বলা যায় কি না তা নিয়ে প্রশ্ন কম নেই