“স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদে চিকিৎসককে ধর্ষণ-খুন” অধীর চৌধুরীর মন্তব্যে আরজি কর কাণ্ডে নয়া মোড়?

Spread the love

মেয়ের ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত হওয়া অপরাধীকে বাঁচাবে সন্তানহারা বাবা-মা? মুখে বাঁধছে না? শাসকদলের রাজনীতি ভাষার সৌজন্যতা হারিয়ে ফেলল? সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে না কাদম্বিনীর পরিবার। এতে সমস্যা? সঞ্জয় রায়কে নিরাপত্তা দিচ্ছে ধর্ষণ-খুনের শিকার চিকিৎসকের বাবা মা? সংবাদমাধ্যমে প্রশ্ন তুলে বসলেন শাসক নেতা।


কাদম্বিনীর বাবা-মায়ের আচরণ রহস্যজনক। নিহত চিকিৎসকের বাবা মা-কে তদন্তের আওতায় আনার কথা বারবার শাসক নেতার মুখে। কেনই বা ফাঁসি চাইছে রাজ্য? ধর্ষণ খুনের মতো অপরাধে আমৃত্যু কারাদণ্ডে আপত্তি কোথায়? নাকি সবটাই সঞ্জয় রায়ের মুখ পুরোপুরি বন্ধ করে দেওয়ার চেষ্টা?
মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়েছেন কে আসামি। কামদুনি কাণ্ডে ফাঁসি দিতে চাননি। রাজ্য পুলিস-সিবিআইকে কাঠগড়ায় তুললেন সুজন চক্রবর্তী। কাদম্বিনী ধর্ষণ-খুনের নেপথ্যে চক্রান্ত নাকি অন্য কারণ, তা জানা যায়নি। তবে নতুন তথ্য তুলে ধরলেন অধীর চৌধুরী। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদে চিকিৎসককে ধর্ষণ-খুন। অধীরের দাবিতে নয়া মোড়?


মেয়ের মৃত্যুর বিচার চাওয়ায় একের পর এক শব্দবাণের মুখে কাদম্বিনীর পরিবার। আদালতের রায়ে শাসকের আপত্তি কেন?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *