মায়ানমারের পর এবার নেপাল, শুক্রবার সন্ধ্যা ৭.৫২মিনিট নাগাদ কেঁপে উঠল ভূমিকম্পে

Spread the love

এবার পালা নেপালের। ভারতের প্রতিবেশী দেশ নেপাল শুক্রবার সন্ধ্যার ৭.৫২ মিনিট নাগাদ কেঁপে উঠলো ভূমিকম্পে। রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৫।

গোটা উত্তর ভারতে এই ভূকম্পন অনুভূত হয়েছে। যদিও এখনো পর্যন্ত সেভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। ভূকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ২০ কিলোমিটার নিচে।

সম্প্রতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভারতের আরেক প্রতিবেশী দেশ মায়ানমার। ৭.৭ রিখটার স্কেলে কম্পনের মাত্রা। এর প্রভাব ভারত, বাংলাদেশেও পড়েছিল। একের পর এক ব্রীজ , বহুতল ভেঙে পড়ে। মায়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ডও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। প্রায় তিন হাজার মানুষ মৃত্যুর কোলে নুইয়ে পড়েন। শুধু ভূমিকম্প হয়েই থামেনি, এরপর এক আফটারশক মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

যেহেতু প্রতিবছর ভারতীয় প্লেট পাঁচ সেন্টিমিটার হাড়ে ইউরেশিয়ান প্লেটের দিকে এগিয়ে যাচ্ছে তাই বারংবার বড়োসড়ো ভূমিকম্পের সম্মুখীন হচ্ছে মায়ানমার এমনটাই জানিয়েছে বিশেষজ্ঞরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *