প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে হকার্স জোন এর দাবিতে অবস্থান বিক্ষোভ রামপুরহাট ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের। আজ বৃহস্পতিবার সকাল ন’টা থেকে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে রামপুরহাট ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের সদস্যরা। এদিন অবস্থান-বিক্ষোভের পাশাপাশি রামপুরহাট মহকুমা শাসকে একটি স্মারকলিপি প্রদান করা হয় ও রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান কেও স্মারকলিপি প্রদান করা হয়। ফুটপাত ব্যবসায়ীদের অভিযোগ গত এক বছর আগে প্রশাসন রামপুরহাট শহরে ফুটপাত উচ্ছেদ করেন ও প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় হকার্স জোন তৈরি করে দেওয়া হবে, কিন্তু প্রশাসনের কথামতো হকার্স জোন তৈরি হয়নি এখনো পর্যন্ত। পাশাপাশি ব্যবসায়ীদের অভিযোগ রামপুরহাট শহরের সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হয়েছে । রামপুরহাট ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের তরফ থেকে দাবি তোলা হয় অবিলম্বে হকার্স জোন করতে হবে ও ফুটপাত ব্যবসায়ীদের দোকানে বিদ্যুতের কানেকশন পুনরায় দিতে হবে।