আমিরের মুম্বাইয়ের বাড়িতে আল্লু অর্জুন, জল্পনা বলিউডে

Spread the love

Bunny – The Youth Icon of India নামে এক নেটিজেন আমির খান ও আল্লু আর্জুনের ছবি পোস্ট করেন। অনেকেই মনে করছেন, সোশ্যাল মিডিয়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি আমির খান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন দক্ষিণী সিনেমার জগৎ থেকে শিক্ষা নেওয়া উচিত বলিউডের। এরপরেই দক্ষিণই তারকার সাথে তার সাক্ষাৎ নিয়ে বেশ চর্চা চলছে মহলে।

ছবিতে ঘরোয়া পোশাকে দেখা যায় আমির খান কে। আমিরের মুম্বাইয়ের বাড়িতে আসেন আল্লু। সম্প্রতি আল্লু ব্যস্ত অ্যাটলির ছবি AA22XA6 এর কাজে। আমির ব্যস্ত ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে। এই ছবিতে আমিরকে দেখা গিয়েছে দশ জন পড়ুয়ার সাথে। আগামী ২০শে জুন মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

আল্লু অর্জুন এবং আমির খান পরবর্তীকালে একসাথে স্ক্রিন শেয়ার করতে পারেন কিনা সেটা এখন শুধু সময়ের অপেক্ষা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *