ভাঙনের আশঙ্কায় প্রশাসনের দ্বারস্থ

Spread the love

ভাঙন রোধের কাজে জমি অধিগ্রহণের শঙ্কায় প্রশাসনের দ্বারস্থ হলেন জমি মালিকরা। ক্ষতিপূরণ না দিলে ভাঙন রোধের কাজ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জমির মালিকদের। মঙ্গলবার মানিকচক ব্লক প্রশাসনের দারস্থ হলেন মানিকচকের গোপালপুরের শতাধিক জমির মালিক।
মানিকচক ব্লকের ভাঙন কবলিত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। কমলতিপুর থেকে শান্তি মোড় পর্যন্ত প্রায় ১৭০০ মিটার ভাঙন রোধের কাজের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ওই এলাকায় কোটি টাকারও বেশি খরচ করে নদীর তীরবর্তী এলাকা জুড়ে ভাঙন প্রতিরোধ কাজ করা হবে। আর এই কাজের কথা জানতে পেরে জমি হারানোর ভয়ে ক্ষতিপূরণের দাবিতে জমির মালিকরা মানিকচক ব্লক প্রশাসনের দারস্থ হলেন।

তাঁদের অভিযোগ, বিগত দিনে নদী ভাঙনের ফলে তাঁদের সর্বস্ব নদীগর্ভে তলিয়েছে। যতটুকু সম্বল বেঁচে রয়েছে তার ন্যায্যমূল্য প্রশাসনের তরফে নিশ্চিত করতে হবে। তাই, প্রশাসন যদি ন্যায্যমূল্য না দেয় তাহলে কাজ করতে দেওয়া হবে না এমনকি অনশন- আন্দোলনের নামবেন বলেও হুমকি দিয়েছেন শতাধিক জমির মালিক।
ব্লক প্রশাসন জানিয়েছে, জমি মালিকদের দাবি দাওয়ার বিষয়টি সেচদপ্তর এবং প্রশাসনের ওপর মহলে পাঠানো হয়েছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *