শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ পরিচিত নেতাদের বাদ দিয়ে নতুন এক আওয়ামী লীগকে বাজারে আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ। আওয়ামী লীগের পরিচিত বেশ কিছু নেতা-নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ তৈরিতে উদ্যোগী হয়েছে বেশ কিছু মানুষ। যদিও আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব একে প্রতারণা বলেই আখ্যা দিয়েছেন।
নতুন আওয়ামী লীগ গঠিত হলে তা ভারতের জন্য মঙ্গলময় হবেনা, এমনটাই মনে করছে ভারতের কূটনীতিকদের কিছু অংশ। ভারতের এক কূটনীতিক বলেছেন, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের কিছু করণীয় নেই।
এই চক্রান্তের মোকাবিলা করতে আওয়ামী লীগ জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছে। শেখ হাসিনা নিজে সেই মিটিংয়ে যুক্ত হচ্ছেন। নেতা কর্মীদের কথা শুনছেন। তুমি আশ্বাস দিয়েছেন, তিনি যখন বেঁচে রয়েছেন, নিশ্চয়ই দেশে ফিরবেন। প্রতিটা নির্যাতনের তিনি বিচার করবেন।