মাংস বিতর্ক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে

Spread the love

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবার থেকে দুপুরের মেনুতে দেওয়া হবে গোমাংস। এমনই বিতর্কিত নোটিশ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো।

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্যার শাহ সুলেমান হলে টাঙানো হয়েছে এই নোটিশ। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে।

ওই বিতর্কিত নোটিসে ইংরেজিতে স্পষ্টভাবে লেখা হয়েছে, “বেশিরভাগ পড়ুয়ার দাবি মেনে এই রবিবার দুপুরে খাবারের মেনুতে পরিবর্তন করা হয়েছে। মুরগির মাংসের পরিবর্তে এবারে গোমাংসের বিরিয়ানি দেওয়া হবে। আমাদের রেসিডেন্ট সদস্যদের দাবি মেনেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করবো আপনারা সকলে এই নয়া মেনু উপভোগ করবেন।” নোটিশের নিচে ক্যান্টিনের দায়িত্বে থাকা দুজনের নাম দেওয়া হয়েছে এবং নোটিশের তারিখ দেওয়া হয়েছে ৯ ফেব্রুয়ারি।

বিষয়টি নিয়ে শুরুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুখ খুলতে না চাইলেও পরে বিতর্ক চরম আকার ধারণ করলে মুখ খুলেতে বাধ্য হয়েছে তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যুক্তি দিয়ে জানিয়েছে, “এই নোটিশ অনিচ্ছাকৃত বানান ভুল। টাইপিং মিস্টেকের কারণে সঙ্গে সঙ্গে আমরা সেটি খুলেও নিয়েছি।” পাশাপাশি আরো দাবী করা হয়েছে যে সেই নোটিশে কোন স্বাক্ষর ছিল না। ইতিমধ্যেই ভুয়ো নোটের চারি করার অভিযোগে শোকজ করা হয়েছে দুজনকে।

ঘটনাটি তীব্র নিন্দা করেছে ভারতীয় জনতা পার্টি। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা বিজেপি নেতা নিশিত শর্মা ঘটনার তীব্র নিন্দা করেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *