বিচ্ছেদের পরে খোরপোশে দাবি বিএমডব্লিউ, মুম্বইয়ের বাড়ি, ১২ কোটি টাকা! বিস্মিত সুপ্রিম কোর্ট

Spread the love

১৮ মাসের দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার পর প্রাক্তন স্বামীর কাছে খোরপোশ হিসেবে একটি বিএমডব্লিউ গাড়ি, মুম্বই শহরের একটি বাড়ি এবং নগদ ১২ কোটি টাকা দাবি করলেন এক মহিলা। তাঁর এই দাবি শুনে বিস্মিত সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে প্রধান বিচারপতি বিআর গবই সরাসরি মন্তব্য করেন, ওই মহিলা নিজে একজন শিক্ষিত এবং যোগ্য মানুষ। তাঁর প্রশ্ন, “আপনি নিজে উপার্জন করতে পারেন না কেন?”জানা গেছে, ওই দম্পতির বিবাহবিচ্ছেদ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে চাহিদা মতো খোরপোশ না-পেয়ে আদালতের দ্বারস্থ হন মহিলা। শুনানিতে তিনি জানান, তিনি একটি বাড়ি, একটি বিএমডব্লিউ এবং নগদ ১২ কোটি টাকা খোরপোশ হিসেবে চান। প্রধান বিচারপতি নথি দেখে বলেন, ওই মহিলার ইতিমধ্যেই একটি ভাল আবাসনে ফ্ল্যাট রয়েছে। তিনি এমবিএ ডিগ্রিধারী এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দক্ষ। এমন একজন পেশাদার মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরুর মতো শহরে অনায়াসে কাজ পেতে পারেন।মহিলা পাল্টা যুক্তি দেন, এই ডিভোর্স তিনি চাননি। ডিভোর্সের মামলা করেছেন তাঁর স্বামী। তিনি সন্তান চেয়েছিলেন, কিন্তু স্বামী পারেননি। উল্টে তাঁকে সিজ়োফ্রেনিয়ার রোগী বলে দাবি করেছেন আদালতে। শুনানিতে মহিলার প্রশ্ন, “ধর্মাবতার, আপনার কি মনে হয় আমি সিজ়োফ্রেনিয়ায় ভুগছি?”প্রাক্তন স্বামীর আইনজীবীর পাল্টা বক্তব্য, তাঁর মক্কেলের প্রাক্তন স্ত্রী নিজেও রোজগার করতে সক্ষম। তিনি যেগুলো দাবি করছেন, সেগুলো নিজের উপার্জনেই অর্জন করতে পারেন। মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বোঝায়, বিবাহবিচ্ছেদের পরে খোরপোশের দাবি অবশ্যই প্রাসঙ্গিক, তবে তা বাস্তবসম্মত হওয়া উচিত। নিজে সক্ষম হওয়া সত্ত্বেও অনৈতিকভাবে বিপুল খোরপোশ চাওয়া কখনও ন্যায্য হতে পারে না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *