ভাইকে কুপিয়ে খুন!

Spread the love

পারিবারিক গন্ডগোলের জেরে নিজের ভাইকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত একারুখী গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম স্বপন সিং। বয়স ৩০ বছর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত একারুখী গ্রামের বাসিন্দা স্বপন ও তপন সিং। দুইজন সম্পর্কে ভাই। বাবা-মাকে সঙ্গে নিয়ে ওই এলাকায় থাকতেন।গতকাল স্বপনের দাদা তপন সিং তার স্ত্রী সহ বাবা-মাকে নিয়ে আত্মীয়র বাড়ি চলে যায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দাদার ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে টাকা পয়সা নিয়ে নেয় স্বপন। বাড়ি ফেরে তপন সিং-এর স্ত্রী দেখেন তার ঘরে আলমারি ভাঙা এবং লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। ভিতরে থাকা জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ঘরের চারপাশে পড়ে রয়েছে। তখনই সন্দেহ হওয়ায় তখন তার ভাই স্বপনকে জিজ্ঞাসা করতে গেলে দুই ভাইয়ের মধ্যে চরম বিতর্ক থেকে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখনই রাগের বশে তপন ভাই স্বপনের বুকে ভারী কুড়ুল দিয়ে আঘাত করে। তারপরে অভিযুক্ত তপন সিং ও তার স্ত্রী ঘটনাস্থল থেকে চম্পট দেয়।এদিকে ঘটনার পর দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহ বাড়িতে পড়ে থাকে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তবে ঘটনার পর মৃতের দাদা ও বৌদি এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *