গোয়ার আইএফএফআই মঞ্চে রণবীর সিং–এর মন্তব্যে তীব্র বিতর্ক, ক্ষুব্ধ তুলু সম্প্রদায়
২০২৫ সালের অন্যতম সুপারহিট ও বাণিজ্যসফল ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’। ১২৫ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবিটি দেশজুড়ে ঝড় তুলেছিল, বক্স অফিসে আয় করেছিল ৯০০ কোটিরও বেশি। পরিচালক ও মুখ্য অভিনেতা ঋষভ শেঠির প্রশংসা যেমন সিনেমাপ্রেমী থেকে সমালোচক—সব মহলে সমানভাবে মিলেছিল, তেমনই ছবিতে তুলে ধরা তুলু সম্প্রদায়ের দেব-দেভীর উপাসনা, আঞ্চলিক সংস্কৃতি এবং লোকবিশ্বাসও বিশেষভাবে আলোচনায়…


