
নিজের মাটিতেই বন্দে ভারত! রাজ্যের জমি হস্তান্তরে মোক্ষম বার্তা কেন্দ্রকে
যা এতদিন ছিল দিল্লির শোভাবর্ধন, তাই এবার গড়ে উঠবে বাংলার মাটিতে! বন্দে ভারত ট্রেন—গতি, প্রযুক্তি আর আধুনিকতার প্রতীক—এবার তৈরি হবে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। রাজ্য সরকারের তরফে একেবারে স্পষ্ট বার্তা, বাংলা শুধু যাত্রী নয়, এবার রেল তৈরির হাব হিসেবেও সামনে আসবে।সেই লক্ষ্যে ১২৬ কোটি টাকার ৫০ একর জমি তুলে দেওয়া হল ভারতীয় রেলের হাতে। মুখ্যমন্ত্রীর…