
শেষ জীবনযুদ্ধের অবসান, প্রয়াত তারকা-রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায়
টানা দিন দশেক ধরে অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা তথা রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা সাড়ে এগারোটার কিছু পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কর্মজীবনে জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করেছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ও রাজনৈতিক মহলে।