ইমরান খানকে নিয়ে রহস্য আরও গভীর — ছেলের বিস্ফোরক দাবি, ‘ডেথ সেলে বন্দি, কোনও প্রমাণ নেই তিনি জীবিত’
ইমরান খানকে ঘিরে জল্পনা আবার চড়া তাপে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবিত থাকা নিয়েই প্রশ্ন তুললেন তাঁর ছেলে কাশিম খান। তাঁর বিস্ফোরক অভিযোগ— ইমরানকে রাখা হয়েছে ‘ডেথ সেলে’, আর গত ছয় সপ্তাহ ধরে তাঁর সঙ্গে পরিবারের কোনও যোগাযোগ নেই। ফোন নয়, দেখা নয়— এমনকি জীবিত থাকারও কোনও প্রমাণ হাতে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন কাশিম। আদিয়ালা…


