চিকিৎসায় গাফিলতি এবং ডাক্তার ও নিরাপত্তারক্ষীদের হাতে রোগীর আত্মীয়দের হেনস্থার অভিযোগে উত্তপ্ত নদীয়া জেলা সদর হাসপাতালগত মঙ্গলবার সকালে প্রসব বেদনা নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন কৃষ্ণনগরের চাঁদ মারির বাসিন্দা প্রিয়াঙ্কা গাইন। অভিযোগ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসক শুধু ইনজেকশন দিয়ে রেখে দেন রোগীকে। কিন্তু প্রসবের বিষয়ে পরিবারের কাউকে কিছু জানানো হয়নি।বৃহস্পতিবার সকালে হঠাৎই ছুটি দিয়ে দেওয়া হয় রোগীকে। এরপর তাকে বাড়ি নিয়ে যান পরিবারের লোকজন। বাড়ি ফিরতেই তীব্র যন্ত্রণা ও রক্ত ক্ষরণ হতে শুরু হয়। পরিবারের লোকজন স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করে নতুন সিজার করানোর পরামর্শ দেন। তাকে পুণরায় হাসপাতালে ভর্তি করলে কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। রোগীর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় পরিবারের লোকজন সোচ্চার হতেই হাসপাতালের এক চিকিৎসক ও এক নিরাপত্তারক্ষী তাঁদের ধাক্কা মারতে শুরু করেন বলে অভিযোগ। এমনকি, রোগীর মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ ও হাসপাতালের সুপার এসে চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয়।