২০.১১.২০২৪ রাজ্যভিত্তিক গ্রেফতারি (সূত্র: CID)
* বারুইপুর জেলা পুলিশ (ক্যানিং পুলিশ কেস নং- ৭৯৩/২৪): ক্যানিংয়ের বৈতরণী শ্মশানঘাটের সামনে থেকে আজিবর সরদার নামে এক ব্যক্তিকে লোডেড পাইপ গান সহ গ্রেফতার করে পুলিশ
* বনগাঁ জেলা পুলিশ (বাগদা পুলিশ কেস নং ১০৯৭) দুপুর ২.০৫ নাগাদ হিরোভাঙা বনগাঁ পুলিশ গ্রেফতার করে শরিফুল সরদার ওরফে রানাঘাটের নাড়ু সহ ৩ জনকে। লোডেড পাইপ গান, কিছু নিষ্ক্রিয় অস্ত্র উদ্ধার করেছে।
* হাওড়া কমিশনারেট (শিবপুর পুলিশ কেস ৫১১/২৪) হেম ঘোষ লেন পুলিশের হাতে গ্রেফতার মহম্মদ খুবাইব। একটি পাইপ গান এবং ২টি লোডেড পাইপ গান বাজেয়াপ্ত।
(সাঁকরাইল পুলিশ কেস নং ৯০১/২৪) লিচুবাগানের বাসিন্দা সামশের হোসেন গ্রেফতার গাওবেড়িয়া থেকে। দুই রাউন্ড গুলি উদ্ধার
(ডোমজুর পুলিশ কেস নং ৪৪৪/২৪) রাত ১০:৩০ নাগাদ শালপোতা বাগান পুলিশের হাতে গ্রেফতার মনোজ রাওয়ানি। উদ্ধার আগ্নেয়াস্ত্র
* কৃষ্ণনগর জেলা পুলিশ (নাকাশিপাড়া থানা কেস নং ১০৮২/২৪) সুপার মার্কেটে অভিযান চালিয়ে বেথুয়াডহরি পুলিশের হাতে গ্রেফতার মোহিদ মোল্লা। বাজেয়াপ্ত পাইপ গান
* বীরভূম (সিউড়ি পুলিশ কেস নং ৫৫৬/৩৪) অস্ত্র আইন ১৯৫৯ এ পুলিসের হাতে গ্রেফতার নাজিমুদ্দিন ওরফে দোলন শেখ। উদ্ধার আগ্নেয়াস্ত্র
* চন্দননগর পুলিশ কমিশনারেট (শ্রীরামপুর পুলিশ কেস নং ৬৭০/২৪) রাত ১০.৩০ নাগাদ চম্পসারা স্বাস্থ্যকেন্দ্রের কাছ থেকে গ্রেফতার রণজিৎ সিং। উদ্ধার পাইপ গান
* পূর্ব মেদিনীপুর (কাঁথি পুলিশ কেস নং ৭৩৪/২৪) শেরপুর শিবালয় মন্দিরের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার লোডেড বন্দুক। গ্রেফতার অরিন্দম দাস।
* শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (ভক্তিনগর পুলিশ কেস নং ১০৮৭/২৪) রাত ১২.১৫ নাগাদ পিসি মিত্তল বাস স্ট্যান্ডে রেইড চালিয়ে গ্রেফতার বিট্টু সাশা। ২টি লোডেড পাইপ গান-সহ একাধিক অস্ত্র উদ্ধার।
* কোচবিহার (কোতওয়ালি পুলিশ কেস নং ১১৬৭/২০২৪) পাইপ গান সহ নজরুল মণ্ডল গ্রেফতার
(শীতলকুচি পুলিশ কেস নং ৫৪৫/২০২৪) গ্রেফতার হায়দর আলি। উদ্ধার লোডেড পাইপ গান।
(সাহেবগঞ্জ পুলিশ কেস নং ৬৬৮/২৪) গোপনসূত্রে খবর পেয়ে দিনহাটা-২ এবং এডিএ দিনহাটা-২ এবং বিএল ও এলআরও দিনহাটা-২ এর উপস্থিতিতে অভিযান চালিয়ে উদ্ধার ৫০ কেজি গাঁজা
* মালদা (ইংরেজবাজার পুলিশ কেস নং ২৩৮/২৪) বিকাল ০৪.০৫ নাগাদ বেলদা টিকিট কাউন্টারের অদূরে অভিযান চালিয়ে ভাগীরথী নায়েক। উদ্ধার ১২.১০৩ কেজি গাঁজা
* শিলিগুড়ি জিআরপি (শিলিগুড়ি জিআরপিএস কেস নং ২৩/২৪) সন্ধ্যা ০৭.০৫ মিনিট নাগাদ শিলিগুড়ি পুলিশের হাতে গ্রেফতার অভীক ধর। বাজেয়াপ্ত ১০৭.৬৬ কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন। মোট গ্রেফতার ৩