MURSHIDABAD: আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করুন, প্রধানমন্ত্রীর কাছে আবেদন মমতার

Spread the love

মুর্শিদাবাদের অশান্তির পিছনে বহিরাগত। তৃণমূল কংগ্রেস বারবার এই দাবি করেছে। এবার একই দাবি মুখ্যমন্ত্রীর মুখে। রাম-রহিম সবার অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি।
স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে সরাসরি আঙুল তোলেন মমতা। তাঁর কথায়, বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের। ওপার থেকে লোক এনে দাঙ্গা করার লক্ষ্য। ট্রেনে করে লোক আছে। এক একটা থেলেকে ৫ হাজার ৬ হাজার টাকা দিয়েছে।
পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর নিশানায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহকে প্রশ্ন মমতার, আপনার এত তাড়া কীসের? আপনি তো প্রধানমন্ত্রী হবেন না। নরেন্দ্র মোদীর পর আপনি কী করবেন? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। দেশের সবচেয়ে ক্ষতি করেছেন আপনি। মোদীজিকে অনুরোধ করব, দয়া করে লোকটাকে (অমিত শাহ) কনট্রোল করুন। সমস্ত এজেন্সি ওনার হাতে দিয়ে দিয়েছেন। উনি সমস্ত প্ল্যান উনি করছেন। দয়া করে দেখুন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন!


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *