আর শহর কলকাতায় এক মহিলাকে খুনের অভিযোগ। গল্ফগ্রীন থানার কাছে রাজেন্দ্র প্রসাদ কলোনিতে মহিলার দেহ উদ্ধার। বন্ধুর ঘরে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত মৃতদেহ। স্থানীয় সূত্র দাবি এই এলাকায় দীর্ঘদিন থাকতেন বছর চল্লিশের নাফিসা খাতুন। কিন্তু কী কারণে এই হত্যাকাণ্ড? একাধিক সংবাদমাধ্যম দাবি করছে কোন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় মহিলাকে। তারপরই গলার নদী কেটে খুন করা হতে পারে। এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান।
একাধিক সবার মাধ্যম সূত্রে খবর, মিতার মা বুধবার দুপুরে বাড়িতে ঢোকার চেষ্টা করলে বাধা পান। ঘরের দরজা, ভিতর থেকে বন্ধ ছিল। কোনরকমে ধাক্কা দিয়ে ঢুকতেই মহিলা দেখতে পান ঘরের মেঝে রক্তে ভাসছে। নিচে পড়ে পড়ে রয়েছে নাফিসার রক্তাক্ত মৃতদেহ। কিন্তু কী কারণে খুন তো এখনো স্পষ্ট নয়।
এই মৃত্যু মনে করিয়ে দিচ্ছে কয়েকদিন আগে গল্ফগ্রিনে আবর্জনার স্তূপ থেকে এক মহিলার কাটা মুন্ডু উদ্ধার হয়েছিল। এক্ষেত্রে গ্রেফতার করেছে পুলিশ। নাফিসা খুনের অভিযোগের তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ
খাস কলকাতায় মহিলা খুন?
