পথ দুর্ঘটনা কমাতে বীরভূমের দুবরাজপুরে 14 নম্বর জাতীয় সড়ক মেরামতি শুরু করলো PWD ও জেলা ট্রাফিক পুলিশ।মানুষকে পথ নিরাপত্তা দেওয়া অন্যদিকে যান চলাচলের গতি ঠিক রাখা, এই দুটোকে সামনে রেখেই এবার ১৪ নম্বর জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু।
গত কয়েকদিনের বৃষ্টিতে জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় খানাখন্দ হয়ে পড়েছে, যার জন্য পথ চলতি মানুষ থেকে গাড়ি চালক প্রত্যকেই হিমসিম খেতে হচ্ছে। এর ফলে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং গাড়ির গতি কমে যাচ্ছে। আর এই সকল কথা মাথায় রেখেই পথ নিরাপত্তা সপ্তাহের কর্মসূচি হিসাবে দুর্ঘটনা হাত থেকে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা দিতে এবং গাড়ির গতি সচল রাখতে দুবরাজপুর ট্রাফিক পুলিশ ও পি.ডব্লিউ.ডির. যৌথ উদ্যোগে জাতীয় সড়ক মেরামতের কাজ চলছে।