চেন্নাই সুপার কিংস মানেই মহেন্দ্র সিং ধোনি। এটা ভাবা বোধ হয় ভুল নয়। ধোনি অধিনায়ক না থাকলেও, ‘থালা’ মানেই যে সিএসকে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবার চেন্নাইয়ে ফিরছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার কলকাতার বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক ধোনি।
কলকাতা নাইট রাইডার্স ভার্সেস চেন্নাই সুপার কিংস। শুক্রবার সন্ধ্যায় খেলা কলকাতার ইডেন গার্ডেনসে। সেখানে অধিনায়ক হিসেবে মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু কেন? কি হলো রুতুরাজের। শেষ ম্যাচে চেন্নাইয়ের এবারের অধিনায়ক রুতুরাজ গাইকোয়াডের হাতে বল লাগে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, রু কনুই ভেঙে গিয়েছে। যে কারণে তিনি সম্ভবত খেলবেন না। আর তাই চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব ফেলল মহেন্দ্র সিং ধোনির কাঁধে। কলকাতায় ধোনি। বাংলার জামাই। কিন্তু চেন্নাইয়ের ক্যাপ্টেন। কেমন জমবে শুক্রের ম্যাচ?
একদিকে চেন্নাই সুপার কিংস এর ইতিহাসে এই প্রথম পরপর চারটি ম্যাচে হেরেছে তাঁর দল। তবে তখন অধিনায়ক ছিলেন রুতুরাজ। ধোনির ব্যাটে প্রায় সব ম্যাচেই অনবরত রান এসেছে। কলকাতায় ক্যাপ্টেন ধনী কেমন পারফরম্যান্স দেবেন, সেদিকে নজর থাকবে।