প্যানপ্যানে বাঙালি মার্কা কিছু করতে পারব না…বিয়ের পরের দিনই বউকে এ কী বললেন দিলীপ ঘোষ! বিয়ের পরদিনই দাবাং মেজাজ। বিয়ে হয়েছে শুক্রবার। আর শনিবার দিলীপ ঘোষের জন্মদিন। ৬১ বছরে পা দিলেন। সেখানেই বউকে শুনিয়ে দিলেন চার কথা?
দিলীপ ঘোষের বিয়ের পর অনেক বিরোধী বলেছেন, এবার হয়তো মহিলাদের সম্পর্কে উনি ভেবে চিন্তে মন্তব্য করবেন। তার মাঝেই এক সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে বউকে সাফ কথা জানিয়ে দিলেন। এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, এবার কি আপনাকে বউয়ের সঙ্গে শাড়ির দোকানে শাড়ি কিনতে দেখা যাবে? দিলীপ স্পষ্ট জানান, আমি ওঁকে (স্ত্রী রিংকু মজুমদার) আমি জানিয়ে দিয়েছি, তুমি স্ত্রী হিসেবে অধিকার পাবে মর্যাদা পাবে সম্মান পাবে সবার থেকে বেশি। কিন্তু প্যান প্যানে বাঙালির মত আমি কিছু করতে পারবো না। নিজেও সেভাবে জীবনযাপন করিনি।
নব বিবাহিত। তার উপর স্বামীর জন্মদিন। বিয়ের পর প্রথম দিন। নিজের হাতে স্বামীকে পায়েশ রেঁধে খাইয়েছেন রিংকু। জন্মদিনে পায়েশ এবং কাতলার কালিয়া ছিল দুপুরের মেন্যু। বিকেলে স্ত্রীকে ছাড়াই খড়গপুরে যান দিলীপ ঘোষ। ফিরবেন রবিবার।
প্যানপ্যানে বাঙালি মার্কা কিছু করতে পারব না…বিয়ের পরের দিনই বউকে এ কী বললেন দিলীপ ঘোষ!
