দল ছাড়ার জল্পনার মাঝেই ফের চমকে দিলেন দিলীপ ঘোষ। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে। বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও দুর্নীতির প্রমাণ মেলেনি।” এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে।দলের একাংশ যেখানে তৃণমূলকে আক্রমণ করতে ব্যস্ত, সেখানে দিলীপ ঘোষের এই মন্তব্যে হতবাক বঙ্গ বিজেপি। কেউ প্রকাশ্যে কিছু বলছেন না, আবার কেউ কেউ মুখে কুলুপ এঁটেছেন। রাজ্য বিজেপির অনেক নেতাই এই মন্তব্যকে দলবিরোধী বলেই মনে করছেন, যদিও কেউ তা প্রকাশ্যে বলতে রাজি নন।কয়েকদিন আগেই দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন, দল তাঁকে গুরুত্ব দিচ্ছে না, পার্টি অফিসে চেয়ার পর্যন্ত দেওয়া হয় না। সেই আক্ষেপের রেশ থাকতেই পারে এমন মন্তব্যের নেপথ্যে, মনে করছেন রাজনৈতিক মহল।এখন প্রশ্ন উঠছে, দিলীপের এই অবস্থান কি দলের ভিতর ভাঙনের ইঙ্গিত? না কি অন্য কোনও রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এই মন্তব্য? দিলীপ ঘোষ যদিও বলছেন, “আমি দলের প্রতি অনুগত। কোনও সিদ্ধান্ত নিলে জানাব।”সব মিলিয়ে দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য ও অবস্থান ঘিরে বিজেপির অন্দরে জোর জল্পনা।
বিজেপি নেতার মুখে মমতার সাফাই! দিলীপের মন্তব্যে কাঁপছে রাজ্য রাজনীতি
