BJP West Bengal: সদস্যতা অভিযানেও ‘এগিয়ে দিলীপ’

Spread the love

কলকাতা: রাজ্য বিজেপির সফলতম সভাপতি বললে ভুল হবে না। বিধানসভায় বিধায়ক সংখ্যা ৪ থেকে ৭৭ আর লোকসভায় ২ থেকে ১৮ হয়েছে বিজেপি। কিন্তু দিলীপ রাজ্য সভাপতি পদ থেকে সরতেই যেন মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। ২০২৬-এর আগে ঘর গোছাতে সদস্যতা অভিযান শুরু হয়েছে। আর তাতেও এগিয়ে দিলীপ। INDInews24 এর কাছে থাকা EXCLUSIVE তথ্য অনুযায়ী, সদস্যতা অভিযানের খতিয়ান বলছে, ১৫.১০.২০২৪ থেকে ১৫.১২.২০২৪ পর্যন্ত সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি পোস্ট রয়েছে দিলীপ ঘোষের। সংখ্যাটা ৮৪। সুকান্ত মজুমদার মাত্র-১৫, এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাতায় মাত্র ২

EXCLUSIVE

রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায়, দিলীপ ঘোষের মতো জনসংযোগকারী নেতা এখনও পর্যন্ত বঙ্গ বিজেপি পায়নি। এই সূত্র ধরেই প্রশ্ন ওঠে, রাজ্য সভাপতি পদে রাখতে আপত্তি কোথায় ছিল? যাইহোক, চকচক করলেই সোনা হয় না। আর সোনাকে নিজের প্রমাণ আলাদা করে দিতেও হয় না। ২০২১ সালের পর থেকে রাজ্যে হওয়া নির্বাচনে বিজেপির ফলাফল সেই প্রমাণ স্পষ্টভাবেই দিয়েছে

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *