বাবা আমার কি বিয়ে হবে না?… হেডলাইন পড়ে এই গান গুনগুন করতে ইচ্ছে করছে তো? যা পড়ছেন, ঠিক পড়ছেন।
দিলীপ ঘোষ। বয়স ৬১। বেফাঁস মন্তব্য, চাঁচাছোলা কথা, একেবারে বেলাগাম। এতেই পরিচিতি দিলীপের। সেই দিলীপ এবার বাঁধা পড়তে চলেছেন। সাতপাকে। একদম ঠিক পড়ছেন। বিয়ে করছেন দিলীপ ঘোষ। ৬১ বছর বয়সে। বয়স তো শুধুই সংখ্যা। শুক্রবারই সাতপাকে বাঁধা পড়বেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।যে মানুষটার মুখ দল নিয়ন্ত্রণ করতে পারল না, তাঁর জীবন বাঁধবেন, এমন রমণী কে? এই প্রশ্ন সবার মনেই ঘুরছে। সূত্র বলছে, দিলীপের পাত্রী রিঙ্কু মজুমদার। কলকাতার আইটি সেক্টরের কর্মী। পাশাপাশি বিজেপির মহিলা মোর্চার সদস্য। এ থেকেই পরিচয় দিলীপ ঘোষের সঙ্গে। তারপর পরিচিতি গড়াতে চলেছে পরিণতিতে?ইকো পার্ক মানে ঘোরাফেরার পাশাপাশি মাথায় আসে মর্নিং ওয়াক। দিলীপ ঘোষের মর্নিং ওয়াক। এখানেই সকাল সকাল চড়িয়ে দিতেন গোটা দিনের রাজ্যে রাজনীতির পারদ। সেই মর্নিং ওয়াকেই পরিচয় দিলীপ এবং রিঙ্কুর। তারপরই সম্পর্ক। এবং এখন যা শোনা যাচ্ছে, শুক্রেই চার হাত এক হবে। দিলীপ ঘোষের মা নাকি বলেছিলেন, তিনি না থাকলে ছেলেকে দেখবে কে? মায়ের কথাই যেন রাখতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যদিও নানা মহলে কানাঘুষো, রাষ্ট্রীয় সেবক সংঘের সদস্যদের বেশিরভাগই অবিবাহিত থাকেন। সেই অবিবাহিত তালিকায় শুক্রের পর আর থাকছেন না দিলীপ।