দিলীপ বিয়ে করলেন, সুকান্ত অগ্নিমিত্রারা গেলেন। শুভেন্দু অধিকারী কোথায়? প্রশ্ন তুললেন কুণাল

Spread the love

দিলীপের বিয়েতেও রাজনীতির ছোঁয়া। বিয়ের সারাদিন বিরোধীদের থেকে শুভেচ্ছাবার্তাই পেয়েছেন। বেলা গড়াতেই উঠল প্রশ্ন। শুভেন্দু অধিকারী কোথায়? সন্ধ্যায় রেজিস্ট্রি, তারপর বাঙালি মতে বিয়ে। কিন্তু তিনি কই?
এরপরই শুভেন্দু প্রসঙ্গে দিলীপের বিয়েতেও জুড়লো রাজনীতি। শুভেন্দু অধিকারীকে নিয়ে লিখে ফেললেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীর নাম নিয়ে কুণাল লিখলেন, দিলীপ ঘোষের বিয়ের সাঁঝে চাঁদ উঠেছে ওই – দিদির ফুল পৌঁছে গেছে, কাঁথির তিনি কই?

শুক্রবার সকালেই মুখ্যমন্ত্রীর তরফে উপহার পৌঁছে যায় নিউটাউনে দিলীপের বাড়িতে। এরপর একে একে শশী পাঁজা, পার্থ ভৌমিক, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য – সকলেই শুভেচ্ছা জানান দিলীপ এবং নববধূ রিংকু মজুমদারকে। পাশাপাশি, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, সুনীল বনসল, রাহুল সিনহা, রুদ্রনীল ঘোষ সকলেই শুভেচ্ছা জানান। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তো প্রাক্তন রাজ্য সভাপতি বাড়ি গিয়ে সৌজন্যতা নিবেদন করেন।

বিজেপিতে কান পাতলে শোনা যায়, দিলীপ সুকান্ত এবং শুভেন্দুর তিনটি লবি কাজ করে বিজেপিতে। সেই কানাঘুষো এবার হতো না, যদি এই কাণ্ড না হতো। দিলীপ ঘোষ বিয়ে করলেন, সুকান্ত সৌজন্যতা দেখালেন। কিন্তু সকাল থেকে দেখা পাওয়া যায়নি নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। অনেকে বলছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। এমনকি, সূত্রের খবর, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তাও নাকি পাঠাননি শুভেন্দু। যা নিয়ে তুমুল চর্চা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *