দিঘায় জয় জগন্নাথ মুডে দিলীপ… মমতা-দিলীপের সৌজন্যতার ফ্রেম

Spread the love

দিলীপ ঘোষ বলেই পারেন। উনি সব পারেন। দিঘায় জয় জগন্নাথ। দিঘায় দিলীপ। বুধবার চমক।
INDINEWS24 এর খবর অনুযায়ী বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারদ্ঘাটনের পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিঘায় জন দিলীপ ঘোষ। সঙ্গে স্ত্রী রিংকু মজুমদার। হ্যাঁ, ঠিক শুনছেন। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে বিজেপির দিলীপ। সঙ্গে বিজেপি নেত্রী স্ত্রী। দিলীপ ঘোষকে রিসিভ করতে যান কুণাল ঘোষ।

উত্তরীয় পড়ান মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে গিয়ে মন্দির লাগোয়া ঘরে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে কথা বলেন দিলীপ। তাঁর পাশে ছিলেন রিংকু। কুকিজ মিষ্টি জল দেওয়া হয় অথিতিদের। বেরনোর সময় মন্তব্য করে দিলীপ। তিনি বলেন,রাজনীতি করতে আসিনি। হিডকোর চেয়ারম্যান আমায় আমন্ত্রণ করেছিলেন। আমার বন্ধু মন্ত্রী অরূপদা আছেন। ভগবান সবার। এটা যাঁরা বুঝবেন না তাঁদের শুভবুদ্ধির উদয় হোক।
তবে এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। সুকান্ত মজুমদারের বক্তব্য, উনি ব্যক্তিগতভাবে গেছেন। দলে একে সমর্থন করে না। মুর্শিদাবাদে সংখ্যাগুরুদের উপর হামলা হয়েছে, ওখানে যাওয়া মানে এটাকে এড়িয়ে যাওয়া।
শুভেন্দু অধিকারী বলেন, কে ব্যক্তিগত জীবনে কী করবেন কী বলবেন, তাঁর প্রেম জীবনে কি হবে তা নিয়ে আমি মন্তব্য করব না।


সামাজিক মাধ্যমে সাংসদ সৌমিত্র খাঁ লেখেন, ত্যাগী কীভাবে ভোগী হয়ে ওঠে তার নিদর্শন দিলীপ ঘোষ। কৌস্তব বাগচীর মন্তব্য, দুধে এক ফোঁটা চনা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *