অশান্ত মুর্শিদাবাদ। আগুন সুতি, সামশেরগঞ্জ। গোটা ঘটনায় শনিবার সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইনশৃঙ্খলা। ডিজি মনোজ ভার্মা জানান, পুলিশের সংযমকে দুর্বলতা ভাববেন না। মানুষের জীবন রক্ষার দায়িত্ব পুলিশের। প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। কেউ আইন হাতে তুলে নেবেন না। গুজব ছড়িয়ে পরিস্থিতি খারাপ করবেন না। পুলিশকে সহযোগিতা করুন। চরম পর্যায়ে পৌঁছলে কঠিন হবে পুলিশ। গুন্ডামি বরদাস্ত বরদাস্ত করা হবে না।
এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানান, মুর্শিদাবাদের ঘটনায় ভয় পেয়েছেন সাধারণ মানুষ। মুর্শিদাবাদে পুলিশের উপর হামলার পর গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। ১১৮ জন গ্রেফতার। ১৮ জন পুলিশ আহত। গুন্ডামি যারা করেছে কাউকে ছাড়া হবে না। হিংসা ছড়ালে রেহাই নয়।