বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও প্রাক্তন ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ও আরেক মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় এই পরোয়ানা জারি করেছে আদালত।
দুদকের দেওয়ার চার্জশিট রবিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব গ্রহণ করেন। যেহেতু অভিযুক্তরা সকলেই পলাতক, তাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে কত বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। এছাড়াও পরোয়ানা জারি হয়েছিল জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মহম্মদ সাইফুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, পরিচালক শেখ শাহিনুল ইসলাম ইত্যাদি আরো অনেকের বিরুদ্ধে।
সূত্র মারফর জানা গিয়েছে পূর্বাচলে ৬০ কাঠা প্লট নেওয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৮টি পৃথক চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন বা দুদক। গত ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় দেন তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি। গ্রেফতারি পরোয়ানা জারি করলেও যেহেতু তিনি পলাতক, তাই বাকি সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করতেই হবে।