FAKE PASSPORT: ভুয়ো পাসপোর্টের আড়ালেই কি চলছে মানব পাচার চক্র? একের পর এক গ্রেফতারিতে ভয়ঙ্কর সন্দেহ গোয়েন্দাদের

Spread the love

ত্রিপুরার মধুপুরে কুখ্যাত মানব পাচারকারী সন্দেহে গ্রেফতার যুবক। ১৩ ডিসেম্বর রাজা মণীন্দ্র রোডে তল্লাশি চালিয়ে নাবালিকা পাচারের ছক বানচাল করে পুলিস। খাস কলকাতা থেকে গ্রেফতার করা হয় ২ জনকে। তবে কি পাসপোর্ট জালিয়াতির আড়ালে-আবডালে মানব পাচারের ছক?

পাসপোর্ট, যাকে আন্তর্জাতিক স্তরে যাতায়াতের দলিল বলা যায়। তা-ও জাল হচ্ছে গান্ধি-ছাপে। কলকাতা, মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক জেলায় হাতকড়া পরেছে জাল পাসপোর্টচক্রীদের। কিন্তু কেন এই পাসপোর্ট জালিয়াতি? নেপথ্যে একাধিক কারণ। গোয়েন্দারা মনে করছেন, ভিনদেশ থেকে ভারতে ঢুকে মানবপাচারের ছক কষছিল কেউ বা কারা। অনুমানে শিলমোহর দিয়েছে বেশকিছু অভিযোগ এবং গ্রেফতারি। জল্পনা আরও জোরালো করেছে পশ্চিমবঙ্গ, দিল্লি সহ একাধিক রাজ্যে অনুপ্রবেশকারীদের গ্রেফতারিতে। এদের কয়েকজন আবার পশ্চিমবঙ্গের ভোটার বলেও একাধিক মহলে দাবি। আগুনে হাওয়া দিয়েছে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হওয়াদের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে বাংলাদেশের কুখ্যাত আনসারুল্লা বাংলা টিম এবং জামাত-স্লিপার সেলের যোগ। পাসপোর্টের জাল চক্রের পিছনেই লুকিয়ে অপরাধীরা?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *