শনিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন সিএবি সম্পাদক বিশ্বরূপ দে ইডেনে আসন পিছু আইপিএলে ৫০ টাকা বিনোদন কর ধার্য করার প্রস্তাব আনেন। তিনি আরো বলেন সিএবির কাছে বহু টাকার বিনোদন কর বকেয়া রয়েছে।
বিশ্বরূপ দে মাসিক অধিবেশনে আরো প্রস্তাব রাখেন যে, আইপিএল আর্থিকভাবে সমৃদ্ধ। এমনিতেও আইপিএলে কলকাতা পুরসভা আসন পিছু ১৫ টাকা করে কর আদায় করে। কিন্তু আইপিএল যেহেতু আর্থিকভাবে অনেক সমৃদ্ধ তাই দর্শক আসন পিছু অন্তত ৫০ টাকা বিনোদন কর ধার্য করা উচিত বলে তিনি মনে করেন।
বিভাগীয় মেয়র পরিষদ দেবাশীষ কুমার এই প্রস্তাব কার্যত খারিজ করে দেন। তিনি জানান, “সিএবিতে দীর্ঘদিন বিশ্বরূপ বাবু ছিলেন। তখন তিনি যদি এই ব্যবস্থা করে যেতেন তাহলে এই অবস্থা হতো না।” তিনি আরো বলেন আমরা এমন কোন কাজ করতে পারি না যা মানুষকে আঘাত করে।