মুর্শিদাবাদ। দুপুর ১২:৩০ নাগাদ রনিতলা থানার পুলিশের তৎপরতায়থেকে জুয়া খেলার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। ঘটনাটি ঘটে গতকাল রাতে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৯,৪৭০ টাকা।পুলিশ সূত্রে জানা গেছে, ওই পাটক্ষেতে দীর্ঘদিন ধরেই স্থানীয় কিছু লোক জুয়ার আসর বসিয়ে আসছিল। এলাকাবাসীর একাংশও বিষয়টি নিয়ে বেশ চিন্তিত ছিল। অভিযোগ ছিল, জুয়ার কারণে এলাকায় অপরাধের প্রবণতা বেড়ে চলেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পশ্চিমবঙ্গ জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাদের লালবাগ মহাকুমা আদালতে পেশ করা হবে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও চলবে। স্থানীয় মানুষজনকেও আহ্বান জানানো হয়েছে, যেন এ ধরনের কার্যকলাপ সম্পর্কে পুলিশকে জানিয়ে সহযোগিতা করেন।এলাকার সচেতন নাগরিকদের একাংশ জানিয়েছেন, ‘‘এই ধরনের পুলিশি অভিযান নিয়মিত হলে যুব সমাজকে বিপথে যাওয়া থেকে কিছুটা হলেও রক্ষা করা সম্ভব।’’
জুয়াড়ি গ্রেফতার
