মহারাষ্ট্রে GBS -এ আক্রান্তের সংখ্যা শতাধিক। অন্তত অর্ধশতাধিকের অবস্থা সঙ্কটজনক। ১ জনের মৃত্যুও হয়েছে। চিকিৎসকদের অনুমান, ভাইরাস থেকেই ছড়াচ্ছে রোগ। এক সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ২ জন শিশু GBS -এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হাসপাতালে।
বিভিন্ন চিকিৎসক মহলের মতে, গুলেন বারি জটিল রোগ যা আচমকা আক্রমণ করে শরীরে। শরীর অসাড় হওয়া থেকে শারীরিক দুর্বলতা, এই দুটি এর উপসর্গ। এরপরই শুরু হয় শ্বাসকষ্টজনিত সমস্যা। করোনার পর গুলেন বারি সিন্ড্রোমে আক্রান্তের সংখ্যা বেড়েছিল। এই রোগে শরীরে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা থাকে। সঠিক চিকিৎসা হলে এই রোগ উপশম সম্ভব